Sunday, 26 February 2012

চল লালনের গান গাই এখনই

লালনের গান না গীতার মন্ত্র,

কোনটা গাইবে তুমি?

কুরান, ত্রিপিটক – তোমরা শ্রোতা রও।



মানুষের মঞ্চে গাইবো মানুষের গান।

জীবনের গান বাধবো এবার।



শান্তির খোঁজে বির্বণ কিতাব।

অন্ধত্ব বরণ করে ক্লান্ত চোখ।

এরই মাঝে মোনালিসা হাসে;

রঙিন ক্যানভাসে।

মানবীয় ঈশ্বরীয়তা।



তেলোয়াতের সুর ছাপিয়ে বাজুক

রবিঠাকুরের গান।

শান্তির খোঁজে কেন অপার্থিব আলাপন?

ভালবাসা প্রেমের গল্প হোক সব কানে

কাঙ্খিত চুম্বনে শান্তির পরশ

ছড়িয়ে যায় সময়ের সীমা।



বর্ণহীন নিরাকারের ওপর রঙিন ক্যানভাস।

মানবীয় আবয়বে সার্থক ডেভিড।

চল লালনের গান গাই এখনই।


No comments:

Post a Comment